রতুয়া

ঐতিহ্যবাহী গোবরজোনা কালীপুজো উপলক্ষে প্রশাসনিক বৈঠক

 

ঐতিহ্যবাহী গোবরজোনা কালীপুজোকে কেন্দ্র করে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল মঙ্গলবার। রতুয়া দুই নম্বর ব্লক প্রশাসনের তরফে আধিকারিকদের উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয় ব্লকের কমিউনিটি হল প্রাঙ্গণে।

    এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রতুয়া দুই নম্বর ব্লক বিডিও শেখর শেরপা, পুখুরিয়া থানার ওসি বাপন দাস, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সুব্রত কর্মকার, ব্লক স্বাস্থ্য আধিকারিক অতনু পাত্র সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিন জেলার অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী কালীপুজো হচ্ছে গোবরজোনা কালীপুজো। এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজিত হয়। বহু মানুষের সমাগম হয়। আর এই সমস্ত যাবতীয় বিষয়কে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি সমস্ত নিয়ম নীতিকে নিয়ে এই সভায় আলোচনা করা হয়। যাতে করে সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতে যাবতীয় বার্তা রাখেন প্রশাসনিক আধিকারিকরা।